সোমবার, ১৫ মে ২০১৭
আপন জুয়েলার্সের ৮৫ কোটি টাকার অলংকার আটক
Home Page » প্রথমপাতা » আপন জুয়েলার্সের ৮৫ কোটি টাকার অলংকার আটকবঙ্গ-নিউজঃ রাজধানীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের প্রায় তিনশ কেজি ওজনের স্বর্ণালঙ্কার ‘আটক’ করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান। স্বর্ণ ও রত্ন সংগ্রহের তথ্যে অস্বচ্ছতা এবং মালিকের ‘অবৈধ সম্পদের’ অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।
সারা দেশে আলোচিত রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ। ছেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন দিলদার আহমেদ।
গতকালের অভিযানে শুল্ক গোয়েন্দাদের সঙ্গে ছিলেন র্যাব সদস্যরাও। রাজধানীর মৌচাক, উত্তরা, জিগাতলার সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্রে একযোগে অভিযান চালিয়েছিল শুল্ক গোয়েন্দা ও র্যাব সদস্যরা।
পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি শাখার চারটি থেকে মোট ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরা আটক করা হয়েছে। যার মোট মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা। শুল্ক আইনের বিদায় অনুসারে আটক স্বর্ণালঙ্কারগুলো প্রতিষ্ঠানগুলোর জিম্মাতেই রাখা হয়েছে। তবে এগুলো বিক্রি করতে পারবে না তারা।
বাংলাদেশ সময়: ১৫:১৯:১৯ ৪৬৫ বার পঠিত