সোমবার, ১৫ মে ২০১৭
সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল,রিভিউ খারিজ
Home Page » জাতীয় » সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল,রিভিউ খারিজবঙ্গ-নিউজঃ মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের দেয়া জামায়াতের সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল থাকলো। এই রায়ের রিভিউ আবেদন করা হয়েছিলো রাষ্ট্রপক্ষ ও সাঈদীর পক্ষ থেকে। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা খারিজ করে আগের রায় বহাল রেখেছেন।
রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি ছিলো গতকাল। আজ শুনানি শেষে আপিল খারিজ ও রায় বহাল রাখার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ।
এই রায়ের পর সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তাদের পারিবারিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাদের বাবা সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাননি।
উল্লেখ্য, একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরে সাঈদী ট্রাইব্যুনালের রায়ের বিপক্ষে আপিল করেন এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
এরপর রাষ্ট্রপক্ষ ও সাঈদী; উভয় পক্ষ আপিল বিভাগের রায়ের রিভিউ আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রায় আবার বিবেচনা করে সাঈদীর মৃত্যুদণ্ড চায়। আর সাঈদীর পক্ষ থেকে শাস্তি থেকে খালাস চাওয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উভয় রিভিউ আবেদনই আজ খারিজ করে দিলেন।
বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৬ ৫০৫ বার পঠিত