রবিবার, ১৪ মে ২০১৭
চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে:ফখরুল
Home Page » জাতীয় » চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে:ফখরুল
বঙ্গ-নিউজ: ‘ভিশন ২০৩০’ দিয়ে প্রমাণ হয় চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় বিএনপির ‘ভিশন ২০৩০’ নিয়ে বিস্তারিত কথা বলেন বিএনপির মহাসচিব।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, বিএনপির ‘ভিশন-২০৩০’ অন্তঃসারশূন্য। কেউ বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।
২০৩০ সালে জামায়াতের সাথে বিএনপির কেমন সম্পর্ক হবে সে ব্যাপারে তিনি বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে বিএনপির কী সম্পর্ক হবে, সেটা এখন বলার সুযোগ নেই।
আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। ভিশন ২০৩০ -এ র্যাব বিলুপ্তি, রামপাল ও ভারতীয় আগ্রাসন নিয়ে কোনো বিষয় না থাকায় তিনি বক্তব্যে এর সমালোচনা করেন। এরপরও তিনি বিএনপিকে মাঠে নামার পরামর্শ দেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৫০:৫২ ৩৭৯ বার পঠিত