রবিবার, ১৪ মে ২০১৭
আজ শপথ নিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
Home Page » বিবিধ » আজ শপথ নিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
বঙ্গ-নিউজঃ ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মধ্যপন্থী নেতা ইমানুয়েল ম্যাকরন। রাজধানী প্যারিসের এলিসি প্রাসাদে আজ (রোববার) এ শপথ অনুষ্ঠিত হয়। ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফেবিয়াস আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে ম্যাকরনকে বিজয়ী ঘোষণার পরই তিনি প্রেসিডেন্ট হন।
আজকের শপথ অনুষ্ঠানে তিনি ফ্রান্সের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালনের সম্ভাবনা রয়েছে ফ্রান্সের সামনে।
গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৬৬ ভাগ ভোট পেয়ে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী ম্যাকরন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে তাকে এবারের নির্বাচনে লে পেনের মতো শক্তিশালী উগ্র ডানপন্থি নেতাকে পরাজিত করতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২৫:৪১ ২৮৯ বার পঠিত