রবিবার, ১৪ মে ২০১৭

হোটেল রেইনট্রি থেকে মদের বোতল উদ্ধার

Home Page » প্রথমপাতা » হোটেল রেইনট্রি থেকে মদের বোতল উদ্ধার
রবিবার, ১৪ মে ২০১৭



 hotel-rain-tree.jpg

বঙ্গ-নিউজঃ দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আলোচিত বনানীর হোটেল রেইনট্রিতে তল্লাশি চালিয়ে ১০ বোতল মদ পেয়েছে শুল্ক গোয়েন্দার একটি দল। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে এসব মদের বোতল পাওয়া গেছে বলে জানান শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) মঈনুল খান।

মঈনুল খান বলেন, ‘হোটেল রেইনট্রিতে অভিযান এখনো চলছে। প্রতিটি কক্ষে তল্লাসি চালানো হচ্ছে। এই হোটেলের আয়-ব্যায়ের স্বচ্ছতা সম্পর্কে জানা দরকার। সম্প্রতি বিভিন্ন কারণে হোটেলটি আলোচনায় আসায় এখানে অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।’

এর আগে রেইনট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাংক ফরগেট গত শনিবার জানিয়েছিলেন, হোটেল রেইনট্রির মদের লাইসেন্স নেই।

গত ৬ মেয়ে দুইজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনানী থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। মামলার এজাহারে লেখা হয়, হোটেল রেইনট্রিতে গত ২৮ মার্চ ওই দুই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।

তারা ওইদিন পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফের আমন্ত্রণে জন্মদিনের দাওয়াতে গিয়ে এই ঘটনার শিকার হন। এই মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়। সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫৯   ৩৩২ বার পঠিত