রবিবার, ১৪ মে ২০১৭

আপন জুয়েলার্সের একটি শাখা সিলগালা

Home Page » প্রথমপাতা » আপন জুয়েলার্সের একটি শাখা সিলগালা
রবিবার, ১৪ মে ২০১৭



বঙ্গ-নিউজ: ব্যাংক হিসেবে গরমিল পাওয়ায় আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই অভিযানের সময় আপন জুয়েলার্সের সুবাস্তু টাওয়ারের শাখা সিলগালা করে দেয়া হয়েছে।

apan jewellers sealled

জানা গেছে, অভিযানের সময় দোকান খোলা থাকার কথা থাকলেও সুবাস্তু টাওয়ারের আপন জুয়েলার্সের শাখা বন্ধ ছিলো। পরে শুল্ক গোয়েন্দারা তা বন্ধ করে দেয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ড. মঈনুল খান সংবাদ মাধ্যমকে জানান, আপন জুয়েলার্সের মোট পাঁচটি শাখায় এ পর্যন্ত অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় সুবাস্তুর শাখাটি বন্ধ পাওয়ায় তা সিলগালা করে দেয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি বনানীর একটি আবাসিক হোটেলে ধর্ষিত হওয়ার অভিযোগ করেন দুজন নারী। পরে তদন্তে বেরিয়ে আসে যে, এই ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে জড়িত। এরপরই মূলত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে শুল্ক গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:৩৬   ৩৬২ বার পঠিত