রবিবার, ১৪ মে ২০১৭
ভিশন ২০৩০ ভোট চাওয়ার কৌশল:নাসিম
Home Page » জাতীয় » ভিশন ২০৩০ ভোট চাওয়ার কৌশল:নাসিম
বঙ্গ-নিউজ: বিএনপির তথাকথিত ভিশন ২০৩০ আসলে জনগণকে বিভ্রান্ত করার এবং ভোট চাওয়ার কৌশল। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার ধানমন্ডিতে এক আলোচনা সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাসিম বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে জিততে চায়। তাদের তথাকথিত ভিশন ২০৩০ আসলে জনগণকে বিভ্রান্ত করার এবং ভোট চাওয়ার কৌশল।’
এ সময় তিনি বলেন, ‘শেখ হাসিনা যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণও করেছেন। এ কারণে আগামী নির্বাচনে আবার জনগণ তাকে ভোট দিবে এবং আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখানইনি, তিনি তা পূরণও করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করে দেশ থেকে বিচারহীনতা দূর করেছেন এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। জনগণ তাই আবারও তাকেই ভোট দিবে।’
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের এবং বামপন্থী নেতা হাসানুল হক ইনুও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। ওবায়দুল কাদের বলেছেন যে, বিএনপির ভিশন ২০৩০ আসলে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতার ভিশন। আর ইনু বলেছেন, জামায়াতের সঙ্গে যে বিএনপি মিলেমিশে কাজ করতে চায়, তাদের ভিশনে সেটাই প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪১:১৬ ২৯৮ বার পঠিত