রবিবার, ১৪ মে ২০১৭
আইডিবি ইসলামী ব্যাংক ছাড়ছে
Home Page » অর্থ ও বানিজ্য » আইডিবি ইসলামী ব্যাংক ছাড়ছে
বঙ্গ-নিউজ: সাড়ে ৭ শতাংশ শেয়ারের মধ্যে প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়ে ইসলামী ব্যাংক প্রায় ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদও বিষয়টি অনুমোদন দিয়েছে।
ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকের একটি পরিচালকের পদ ধরে রাখতে আড়াই শতাংশ শেয়ার রেখে বাকি প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইডিবি। আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান ইসলামী ব্যাংকের পরিচালক থেকে এর বাইরে সব শেয়ার বিক্রি করে দেয়া হবে।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকে আইডিবির ১২ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৮৫টি শেয়ার রয়েছে। বর্তমান বাজার দরে যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৩০০ কোটি টাকা অর্থাৎ প্রায় ৭২ ভাগ শেয়ার ছেড়ে দিচ্ছে জেদ্দাভিত্তিক এ ব্যাংকটি। নিয়ম অনুযায়ী কোনও ব্যাংকে পরিচালক পদ থাকতে হলে ওই ব্যাংকে ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হয়।
এর আগে গত ৩০ মার্চ আইডিবির প্রতিনিধি ড. আরিফ সুলেমান শেয়ার ছাড়ার বিষয়টি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ঘোষণা দেন। এরপর আজ শনিবার বোর্ড সভায় আইডিবির প্রায় ৫ শতাংশ শেয়ার বিক্রির অনুমোদন প্রদান করে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়। পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তফা আনোয়ারকে বাদ দিয়ে সাবেক সচিব আরাস্তু খানকে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। এছাড়া ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নানকে পদত্যাগে বাধ্য করে ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আবদুল হামিদ মিঞাকে নতুন এমডির দায়িত্ব দেওয়া হয়।
পরিচালনা পর্ষদের এই ব্যাপক রদবদলে আইডিবি উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে একটি চিঠি পাঠায়। আইডিবি জানায়, পর্ষদের এই ব্যাপক রদবদলে তাদের কোনো সম্মতি নেই।
বাংলাদেশ সময়: ৮:২৫:১৪ ৩০০ বার পঠিত