শনিবার, ১৩ মে ২০১৭
খালেদা পাকিস্তানের প্রচারণাকে প্রশ্রয় দিয়েছেন শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে’
Home Page » প্রথমপাতা » খালেদা পাকিস্তানের প্রচারণাকে প্রশ্রয় দিয়েছেন শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে’বঙ্গ-নিউজ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধেরই অবমাননা করেননি, ৭১’র পরাজিত পাকিস্তান ও তাদের এ দেশীয় এজেন্টদের মিথ্যা প্রচারণাকেও প্রশ্রয় দিয়েছেন।
তিনি বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে নিয়ত তৎপর ছিলো, কিন্তু জাগ্রত জনতা তাদের সে চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। ’
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ এর ২৫ মার্চের কালো রাতে এখানে মানব ইতিহাসের বর্বরতম হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো। জাতিসংঘের তৎকালিন মহাসচিব উ-থান্ট বলেছিলেন, ‘এ ভয়াবহতম হত্যাকান্ডের মধ্যদিয়ে পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু নিশ্চিত হয়েছে। ’ মুক্তিযুদ্ধ পরবর্তীতে প্রকাশ করা মার্কিন দলিল পত্রেও গণহত্যার প্রমাণ মিলেছে। স্বাধীনতা পরবর্তী তৎকালিন সোভিয়েত ইউনিয়নের একটি সংস্থা জরিপ চালিয়ে জানায় মুক্তিযুদ্ধে কমপক্ষে ৩ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছে।
তিনি বলেন, ‘২৫ মার্চের প্রথম প্রহরে নিষ্ঠুর হত্যাযজ্ঞে হতচকিত জাতি মুহুর্তেই ঘুড়ে দাঁড়াবার চেষ্টা করেছে এবং বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে উঠে। ২৫ মার্চ শুধু বেদনার দিনই নয় এটি আমাদের প্রতিরোধের প্রতীকও বটে। ’
রাশেদ খান মেনন বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে শুধু জাতীয় সংসদে প্রস্তাব পাশই যথেষ্ট নয়। এর জন্য নিরবিচ্ছিন্ন প্রচারণা চালাতে হবে। কুটনৈতিক চ্যানেলেও তৎপরতা চালাতে হবে। সামাজিক মাধ্যমগুলোকেও ব্যবহার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ২০:৫৬:০৪ ২৬৪ বার পঠিত