শনিবার, ১৩ মে ২০১৭
খালেদা জিয়া:শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত
Home Page » প্রথমপাতা » খালেদা জিয়া:শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিতবঙ্গ-নিউজ: শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর লেডিজ ক্লাবে এক সেমিনারে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএনপি।
শিক্ষা মানুষকে ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় মন্তব্য করে খালেদা জিয়া বলেন, কিন্তু সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তাঁরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। সরকার ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে।
বিএনপির দেওয়া ভিশন-২০৩০ সম্পর্কে সেমিনারে খালেদা জিয়া বলেন, শিক্ষা সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তা ক্ষমতায় যাওয়ার প্রথম পাঁচ বছরেই করা যাবে না। তবে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে।
বাংলাদেশ সময়: ২০:১৮:২০ ৩৫৪ বার পঠিত