শনিবার, ১৩ মে ২০১৭
যুক্তরাষ্ট্রের দাবি: পাক-ভারত সম্পর্ক অবনতিতে দায়ী পাকিস্তান
Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রের দাবি: পাক-ভারত সম্পর্ক অবনতিতে দায়ী পাকিস্তান
বঙ্গ-নিউজ:দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্ব বা সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে আমেরিকা। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর স্থাপনের বিষয়েও নেতিবাচক মনোভাব পোষণ করেছে দেশটি।
যুক্তরাষ্ট্র বলছে, চীন এবং পাকিস্তান অর্থনৈতিক করিডর স্থাপনের কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলার ব্যাপারে আরো উৎসাহী হবে। পাকিস্তান-ভারত ইস্যুতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যানিয়েল কোটস গোয়েন্দা বিষয়ক সিনেট কমিটিতে শুনানির সময় এসব তথ্য দেন।
কোটস বলেন, ‘ভারত বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করতে পারেনি ইসলামাবাদ। এই জায়গায় ইসলামাবাদের ব্যর্থতার কারণে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি জোরদার হয়েছে।’ মার্কিন এই গোয়েন্দা অভিযোগ করেন, ২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার তদন্তে ভারতকে সহায়তা করেনি পাকিস্তান।
মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে যদি পাকিস্তানের মদদে নতুন করে কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে তাহলে দুই দেশের পরিস্থিতি আরো খারাপ হবে।’ মার্কিন এই গোয়েন্দা মনে করেন, সীমান্তে ভারত-পাকিস্তান সেনারা অসহিষ্ণু। গোলাগুলির ঘটনায় দুই দেশের মধ্যে অপ্রত্যাশিত যুদ্ধও শুরু হতে পারে।
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫৮ ৩৫৬ বার পঠিত