শনিবার, ১৩ মে ২০১৭
আদালতের নিষেধাজ্ঞা, তবুও শপথ নিলেন চলচ্চিত্র সমিতির নির্বাচিতরা
Home Page » এক্সক্লুসিভ » আদালতের নিষেধাজ্ঞা, তবুও শপথ নিলেন চলচ্চিত্র সমিতির নির্বাচিতরা
বঙ্গ-নিউজ: আদালতের নিষেধাজ্ঞা থাকলেও শপথ গ্রহণ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিতরা। শুক্রবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে নবনির্বাচিত সভাপতি খল অভিনেতা মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন অন্যান্যরা।
এদিকে, এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত এই নির্দেশণা জারি করেন। এই আদেশের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেছিলেন শুক্রবারের শপথ গ্রহণ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
কিন্তু গতকাল শুক্রবার নতুন সভাপতি মিশা সওদাগরকে তিনিই শপথবাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত অন্যদের শপথবাক্য পাঠ করান মিশা।
আদালতের ক্ষমতা হস্তান্তরের নির্দেশের পরও শপথ গ্রহণ প্রক্রিয়াকে আদালত অবমাননা বলছেন বাদীপক্ষের আইনজীবী কাজী মোহাম্মদ নাজিবুল্লাহ হিরু ও আমুনর রহমান। হিরু বলেন, ‘ক্ষমতা হস্তান্তর করতে না পারলে শপথ গ্রহণ অনুষ্ঠান করার তো কোন প্রশ্নই আসে না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজটি করা মানে আদালত অবমাননা।’
তবে মনতাজুর রহমান আকবর বলছেন বৈধ প্রক্রিয়াতেই কাজটি করা হয়েছে, ‘আমরা (আদালতের) আদেশটি ভালোভাবে বিশ্লেষণ করেছি। সেখানে বিবাদীগণের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কথা বলা হয়েছে। আমরা সেটা করছিও না। শুধু শপথবাক্য পাঠ করাচ্ছি।
বাংলাদেশ সময়: ৮:০৩:২৩ ৪৯৬ বার পঠিত