শনিবার, ১৩ মে ২০১৭

বাংলাদেশে সৌদি সহায়তায় ৫৬০টি মসজিদ নির্মাণ নিয়ে ধোঁয়াশা

Home Page » জাতীয় » বাংলাদেশে সৌদি সহায়তায় ৫৬০টি মসজিদ নির্মাণ নিয়ে ধোঁয়াশা
শনিবার, ১৩ মে ২০১৭



বঙ্গ-নিউজ: বাংলাদেশের প্রতিটি শহরে একটি করে মোট ৫৬০টি মসজিদ গড়ায় সৌদি আরব বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার অঙ্গীকার করেছিল। অঙ্গীকারের এই দাবি নাকচ করেছে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ আলাওয়াদ। কিন্তু বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল বলছেন, অর্থ পাওয়ার ব্যাপারে ইতোমধ্যেই সৌদি বাদশার সঙ্গে আলাপ হয়েছে।

mosque

গত ২৬ এপ্রিল ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে মোট ৫৬০টি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এতে মোট ১০৭ কোটি ডলার ব্যয় হবে যার অধিকাংশ অর্থাৎ ১০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি আরব। মোস্তফা কামালকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর সৌদি আরব সফরের সময় দেশটির সরকারের কাছে এই সহায়তা চেয়েছিলেন।

কিন্তু গত বুধবার ফক্স নিউজের দেওয়া সাক্ষাৎকারে সৌদি সংস্কৃতি ও তথ্যবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ আলাওয়াদ বলেন, ‘এটি একটি বানোয়াট সংবাদ। সৌদি সরকার বাংলাদেশকে মসজিদ নির্মাণের জন্য অর্থ সহায়তা দেয়ার কোন প্রতিশ্রুতি দেয়নি। এ ধরণের কোন চুক্তি চূড়ান্ত হলে অবশ্যই দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসে। কিন্তু এমন কিছুই ঘটেনি।’

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোস্তফা কামাল বলেন, ‘সৌদির বাদশার সঙ্গে এই চুক্তিটি হয়েছে। হতে পারে তিনি মন্ত্রীকে বিষয়টি সম্পর্কে জানাননি।

বাংলাদেশ সময়: ৭:৫৭:৪৯   ৩৮৩ বার পঠিত