শনিবার, ১৩ মে ২০১৭
পুকুরে ভাসছে লাখ টাকার সরকারি ওষুধ
Home Page » জাতীয় » পুকুরে ভাসছে লাখ টাকার সরকারি ওষুধ
বঙ্গ-নিউজ: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের একটি পুকুরে ভাসতে দেখা গেছে লক্ষাধিক টাকার সরকারি ওষুধ। স্টাফ কোয়ার্টারের ৩ নম্বর পুকুরে এসব ওষুধ ভাসতে দেখা যায়।
পুলিশ পুকুরের ওষুধসসহ হাসপাতালটির এক নারী কর্মচারীর বাসা থেকে রোগীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা এসব সরকারি ওষুধ জব্দ করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী শেফালী আক্তার এবং তার ছেলে মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।
বরিশালের কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, ‘সাধারণ মানুষের কাছে খবর পেয়ে শুক্রবার সকালবেলা হাসপাতালের একটি পুকুরে বিপুল পরিমাণ ওষুধ ভাসতে দেখি। পরে পুকুর থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়। ওষুধগুলোর ২০১৮-২০১৯ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।’
জানা গেছে, জব্দ করা ওষুধের মধ্যে রয়েছে, সেফট্রিয়াক্সিন ইনজেকশন, জেএমআই সিরিঞ্জ, ডেস্কামেটাথাসন সোডিয়াম, লার্ব, লুমনা, ডমপেরিডন, ভ্যাসোপিস্ক, থিওফাইনিল, ডাইক্লোফেন ইনজেকশন, জ্যাসোকাইন জেল, এনক্লোগ প্লাস, সালবুটামল, এজিথ্রোমাইসিন ৫০০সহ আরো বেশ কিছু।
স্থানীয়রা জানান, হাসপাতালের কর্মী শেফালির ছেলে মামুন মাদকাসক্ত। মায়ের সঙ্গে ঝগড়া করে বাসায় মজুদ থাকা এসব ওষুধ পুকুরে ফেলে মামুন। হাসপাতালটির সিনিয়র স্টোর অফিসার ডা. মাহমুদ হাসান বলেন, ‘এগুলো সরকারি ওষুধ যার মূল্য কয়েক লক্ষ টাকা।’
হাসপাতালটির পরিচালক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘আমার জানা মতে, কোন ওষুধ চুরির ঘটনা ঘটেনি। তবে ওষুধগুলো কিভাবে পুকুলে এলো বিষয়টি আমরা ভাবছি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশ সময়: ৭:৩৮:২০ ৩৭৮ বার পঠিত