শুক্রবার, ১২ মে ২০১৭

ঘটনা মাত্র ১১ সেকেন্ডের, বিলিভ ইট অর নট’- রাজশাহী পুলিশ কর্মকর্তা ( ভিডিও সহ)

Home Page » আজকের সকল পত্রিকা » ঘটনা মাত্র ১১ সেকেন্ডের, বিলিভ ইট অর নট’- রাজশাহী পুলিশ কর্মকর্তা ( ভিডিও সহ)
শুক্রবার, ১২ মে ২০১৭



গোদাগাড়ীর হাবাজপুর গ্রামে জঙ্গি বিরোধী অভিযান

বঙ্গ-নিউজ:বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ীতে জঙ্গি অভিযানে একজন দমকল কর্মী সহ ছজনের মৃত্যু সম্পর্কে স্থানীয় পুলিশের এসএসপি একরামুল হক বিবিসিকে বলেন, নিমিষের মধ্যে ঘটনা ঘটে গেছে।মি হক, যিনি পুরো অভিযানের সময় উপস্থিতি ছিলেন, বলেন- তারা হঠাৎ দেখেন ঘিরে রাখা বাড়ি থেকে কজন নারী-পুরুষ দৌড়ে বেরিয়ে আসছে। তাদের শরীরে সুইসাইড ভেস্ট পরা।

“আমরা পিছু হটতে থাকি এবং গুলি করতে থাকি…পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ১১ সেকেন্ডের মধ্যে, বিলিভ ইট অর নট।”

একরামুল হক বলেন সুইসাইড ভেস্টে বিস্ফোরণ হলে দমকল কর্মিটি গুরুতর আহত হয়। পরে সে হাসপাতালে মারা যায়। “আমাদের সাথেই ছিলো সে, খারাপ লাগছে, হজম করতে হচ্ছে।”

একটি ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পরপরই একজন দমকল কর্মিকে এক লোক ছুরি দিয়ে কোপাচ্ছে, আর ধোঁয়ার মাঝে পুলিশের কজন কর্মী দৌড়াদৌড়ি করছেন। কেউ বন্দুক তাক করে আছেন।

পুলিশ বলছে নিহত পাঁচজন ‘নব্য জেএমবি’র সাথে জড়িত।

এএসপি একরামুল হক বলেন, এই পাঁচজনের অন্তত দুজন নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের। “এরা ভারত থেকে বিস্ফোরক আনতো এবং (জঙ্গি) রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিলো।” গোদাগাড়ীতে জঙ্গি অভিযান নিয়ে উৎসুক উৎকন্ঠিত গ্রামবাসী

জঙ্গি অভিযান দেখতে উৎসুক লোকজন

বুধবার মধ্যরাত থেকেই গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রত্যন্ত হাবাজপুরে গ্রামের ওই বাড়িটি ঘিরে রেখেছিলো পুলিশ । সকালের দিকে হঠাৎ বাড়িটি থেকে পুলিশের দিকে তেড়ে আসে পাঁচজন, যারা সবাই মারা গেছে। নিহতদের মধ্যে দুজন মহিলা।

দুই শিশু ও তাদের মাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ মনে করছে, বাড়ির ভেতরে অনেক বিস্ফোরক থাকতে পারে।

বাংলাদেশ সময়: ৯:২৪:১৮   ৬৫১ বার পঠিত