বৃহস্পতিবার, ১১ মে ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে গোদাগাড়ীতে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

Home Page » প্রথমপাতা » জঙ্গি আস্তানা সন্দেহে গোদাগাড়ীতে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭



 গোদাগাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

বঙ্গ-নিউজ:  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ভিতরে তিন-চার জন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশে-পাশের বাড়ি থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।বিষয়টি স্বীকার করে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, রাতে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে উপজেলার হাবাসপুরের ওই বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করতে যায় পুলিশ। তবে মাটির তৈরি ওই বাড়ির ভেতরে কোনো সাড়া-শব্দ দেওয়া হচ্ছিল না।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেতরে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপর থেকে পুলিশ নিরাপদ দুরত্ব থেকে অভিযান চালানোর প্রস্তুতি নিতে থাকে। তবে রাতের কারণে অভিযান চালাতে পারেনি পুলিশ। সকালে যে কোনো সময় ওই বাড়িতে অভিযান শুরু হতে পারে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ৮:১৩:১৮   ৩২৬ বার পঠিত