বুধবার, ১০ মে ২০১৭
খালেদার ‘ভিশন-২০৩০’ ভাওতাবাজি:নৌমন্ত্রী
Home Page » জাতীয় » খালেদার ‘ভিশন-২০৩০’ ভাওতাবাজি:নৌমন্ত্রীবঙ্গ-নিউজ: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন-২০২১’-এর দেখাদেখি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা দিচ্ছেন। আসলে এসব ভিশন বলে কিছু নেই। এগুলো জনগণকে ঠকানোর ভাঁওতাবাজি।’
১০ মে আজ বুধবার মাদারীপুর সদর হাসপাতালে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বেগম জিয়ার ‘ভিশন-২০৩০’ মূলত ভাওতাবাজি। কোনোদিন এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’
নৌমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারসহ আরো অনেকে।
শাজাহান খান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিকভাবে উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন তার সুফল ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাতে দেশ থাকলে ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।’
আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, ‘বিএনপি রাজনীতির ময়দানে ভুল করেছে। সেই ভুলের মাশুলও তারা দিচ্ছে। এখন তারা নানা ধরনের রূপকল্পের কথা বলছে। কিন্তু এদেশের মানুষ আর বিএনপিকে বিশ্বাস করে না।
বাংলাদেশ সময়: ২১:০৫:৪৫ ৩৩৯ বার পঠিত