মঙ্গলবার, ৯ মে ২০১৭

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ

Home Page » এক্সক্লুসিভ » শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
মঙ্গলবার, ৯ মে ২০১৭



dmp comissinarবঙ্গ-নিউজঃ অন্যান্যবারের মতো এই বছরও নিরাপত্তার স্বার্থে পবিত্র শবে বরাতে রাজধানীতে সব ধরণের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত আতশবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ দিন রাতে মুসলমানরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগী করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ডিএমপি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আমি মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:১৪:২২   ৫৩৪ বার পঠিত