সোমবার, ৮ মে ২০১৭
সরকারি অফিসের জন্য রমজানে নতুন সময়
Home Page » প্রথমপাতা » সরকারি অফিসের জন্য রমজানে নতুন সময়
বঙ্গ-নিউজ: পবিত্র রমজান মাসে সরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ মন্ত্রীসভার এক বৈঠকের পর মন্ত্রী পরিষদের বিভাগীয় সচিব শফিউল আলম জানিয়েছেন, আসন্ন রমজানে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলবে সরকারি অফিস।
এই সময়ে চলবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের অধীনে থাকা শিল্প প্রতিষ্ঠান তাদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করে নিতে পারবে।
জানা গেছে, অফিসের সময়ে বেলা একটা ১৫ মিনিট থেকে বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত, জোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় বিরতি থাকবে।
আজ মন্ত্রী পরিষদের একটি বিশেষ সভায় রমজানে সরকারি অফিসের সময় বিষয়ক সিদ্ধান্তটি নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:৩৭ ২৯৯ বার পঠিত