বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩
“আজ ময়মনসিংহে হরতাল চলছে, ৯ নেতাকর্মী আটক”
Home Page » জাতীয় » “আজ ময়মনসিংহে হরতাল চলছে, ৯ নেতাকর্মী আটক”বঙ্গ- নিউজ ডটকমঃ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ডাকে বৃহস্পতিবার ময়মনসিংহে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।এদিকে হরতালের আগের রাত ও হরতাল চলাকালে ময়মনসিংহ শহর, তারাকান্দা উপজেলা ও গৌরীপুর উপজেলা থেকে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়জন নেতাকর্মীকে আটক করেছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ জানান, আটকৃতরা হলেন- শ্রমিকদলের শহর শাখার সাধারণ সম্পাদক জিল্লু মিয়া, বাস্তুহারা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জজ ও আনন্দমোহন কলেজ ছাত্রদল নেতা রফিকুল হাসান সুরুজ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার জানান, তারাকান্দায় বিএনপি কর্মী বাবুল ও সারোয়ারসহ পাঁচজন এবং গৌরীপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কোয়াসিম উদ্দিনকে (৫৮) আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি স্বীকার করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার ও তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৪ ৪৫৮ বার পঠিত