সোমবার, ৮ মে ২০১৭

রবীন্দ্রজয়ন্তীতে রাষ্ট্রপতি পতিসরে

Home Page » প্রথমপাতা » রবীন্দ্রজয়ন্তীতে রাষ্ট্রপতি পতিসরে
সোমবার, ৮ মে ২০১৭



 রবীন্দ্রজয়ন্তীতে পতিসরে যাচ্ছেন রাষ্ট্রপতি বঙ্গ-নিউজ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নওগাঁর পতিসরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ বছর রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে বিশ্বকবির স্মৃতিবিজরিত নওগাঁর পতিসরে। সোমবার বেলা আড়াইটায় রবীন্দ্র কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে জন্মবার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।১৯৯৩ সাল থেকে পতিসরে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপিত হয়ে আসছে। তবে এবারই প্রথম পতিসরে কোনো রাষ্ট্রপতি আসছেন।  বিশ্বকবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানুষের ধর্ম: রবীন্দ্রনাথ ও সমকালীন মানসিকতা’। এ বিষয়ে স্মারক বক্তব্য দেবেন হায়াৎ মামুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, “রবীন্দ্রনাথ মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার কবি। জীবনের আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে রবীন্দ্রনাথ বাঙালির পরম আশ্রয়।

বাংলাদেশ সময়: ১০:০৫:৪৫   ৩৮৪ বার পঠিত