রবিবার, ৭ মে ২০১৭
একটা সংসার বাচলে সেই সংসারের ছেলে মেয়েরা মানুষ হবে - তাসলিমা রহমান চাঁদ
Home Page » ফিচার » একটা সংসার বাচলে সেই সংসারের ছেলে মেয়েরা মানুষ হবে - তাসলিমা রহমান চাঁদ
আমরা আসলে কেমন যেন, হয়ে যাচ্ছি, এখন পাসের ফ্লাটে কি হচ্ছে তাও খবর রাখার সময় নেই, অথচ কিছু বছর আগের কথা, সারা এলকা জুড়ে খবরা খবর নিতে, আশেপাশে বাড়ির মানুষ গুলো সাথে কত আপ্যায়ন আয়োজন, কত আনন্দে দিন গুলো পেরিয়ে গেছে, খুব অদ্ভুত একটা সময় পার করছি, আমরা মা দিবস পালন করি, নারী দিবস পালন করি, কতটা মর্যদা পাচ্ছে, একজন মা, একজন বৌ, একজন মেয়ে। অত্যাচার, নিরব, সম্মান সবি কেমন যেন লোক দেখানো হয়ে যায়। গরিবের টা চোখে পড়ে আর বড়লোকদের অভিনয় করার মত দারুন ভান্ডার আছে, সবাই কেমন যেন গা ঢাকা দিয়ে বাচতে শিখছে, এক বাচ্ছা, দু বাচ্ছা, পাচ বাচ্ছার মা হলেও টেনশানে থাকতে হয়, আমার সংসার টা টিকবে তো, অথচো ওই বাবা ভুলে যায়, তার ঘরেও মেয়ে আছে, আবার নারী দিবস বা মা দিবস এলে বড় বড় করে অনেক কিছুই বলতে শুরু করে, পরিবারের অনেকেই নিরবে সহ্য করে বা করতে হয় কেননা মেয়েটির সংসারের কথা চিন্তা করতে। পাশে মানুষ কি ভাবে, নিরবে সহ্য করতে হয়, এই অমানুবিক অত্যাচার। ধিক সেই কাপুরুষ দের প্রতি যারা ঘরের মেয়েদের ছাড়া অন্য কারো সাথে কিছুই করতে পারে না।
এর প্রতিকার পেতে হলে সামাজিক সচেতন হতে হবে, বা আরো বাড়াতে হবে। সেই মাথা খারাপ, এক ধরনের এবনরমাল মানুষদের কাউন্সিল করা উচিত, এরা মানুষিক ভাবে বিপদগ্রস্ত। মনে রাখতে হবে, একটা সংসার বাচলে সেই সংসারের ছেলে মেয়েরা ভালো ভাবে মানুষ হবে, তখন জাতি থেকে দুর হবে অভিশাপ, আর ভালো কিছু সবার জন্যে ভালো কিছুই বয়ে আনবে।
বাংলাদেশ সময়: ১:৩১:৫৫ ১০৬৯ বার পঠিত