বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩
” নাদালের প্রতিপক্ষ জকোভিচ সেমিফাইনালে”
Home Page » খেলা » ” নাদালের প্রতিপক্ষ জকোভিচ সেমিফাইনালে”বঙ্গ-নিউজ ডটকমঃ রজার ফেদেরার অঘটনের শিকার হলেও রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ফ্রেন্স ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন।নাদাল ও জকোভিচ সরাসরি সেটে হারিয়েছেন তাদের প্রতিপক্ষকে। সাতবারের চ্যাম্পিয়ন নাদাল বুধবারের কোয়ার্টার-ফাইনালে ৬-২, ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন স্ট্যানিলাস ওয়ারিঙ্কাকে।
অপর কোয়ার্টার ফাইনালে বিশ্বের একনম্বর তারকা জকোভিচ ৬-৩, ৭-৬ (৭-৫) ও ৭-৫ গেমে টমি হাসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।
সেমিফাইনালেই দেখা হচ্ছে এই দুই তারকার। অপর সেমিফাইনালে স্বাগতিক জো-উইলফ্রেড টিসোঙ্গা খেলবেন ডেভিড ফেরারের বিপক্ষে।
এদিকে মেয়েদের কোর্টে সেমিফাইনালে উঠেছেন রাশিয়ার দ্বিতীয় বাছাই ও প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। কোয়ার্টার-ফাইনালে তিনি হারিয়েছেন জেলেনা জাঙ্কোভিচকে। প্রথম সেট ০-৬ গেমে হারলেও দ্বিতীয় সেট ৬-৪ এবং তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে শীর্ষ চারে জায়গা করে নেন।
বাংলাদেশ সময়: ১০:০৫:৪২ ৫০৩ বার পঠিত