বুধবার, ৩ মে ২০১৭
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
Home Page » শিক্ষাঙ্গন » এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
বঙ্গ-নিউজ: আগামীকাল ৪ মে সারা দেশের ১০টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রুহী রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বরাবরের মতো আগামীকাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত জানাবেন তিনি।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ও মোবাইল এসএমএসের মাধমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।
গত ফেব্রুয়ারির ২ তারিখে শুরু হয়ে গত ২ মার্চ শেষ হয়েছিল এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এক মাস ধরে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত চলেছে। সে হিসেবে এবার দুই মাসেই ফল প্রকাশ করা হচ্ছে।
এই বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও এসএসসি ভোকেশনালের (কারিগরি) অধীনে ১ লাখ ৪ হাজার ২১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল
বাংলাদেশ সময়: ১৯:৫২:৩১ ৪৩৬ বার পঠিত