বুধবার, ৩ মে ২০১৭
পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান গুচ্ছগ্রাম উদ্বোধন
Home Page » বিবিধ » পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান গুচ্ছগ্রাম উদ্বোধনবঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৩ মে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান গুচ্ছগ্রাম উদ্বোধন ও উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় সানিয়াজান গুচ্ছগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদ মোতাহার হোসেন এমপি, এ্যাড. সফুরা বেগম এমপি, রংপুর বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান , পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, এবং পাটগ্রাম উপজেলা আ’লীগ এর সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম নাজু সহ সরকারী কর্মকর্তা কর্মচারী বৃন্দ , জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।
গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে ‘ক্লাইমেট ভিক্টিমস রিহ্যাবীলিটেশন’ প্রকল্পের আওতায় দুই একর জমির উপর ৬৯ লাখ ৪৩ হাজার টাকা ব্যায়ে এই গুচ্ছগ্রাম নির্মাণ শেষ হয়েছে। এতে ৪০টি পরিবার অবস্থান করছে এবং তাদেকে ঐসব বসতভিটার জমির কবলিয়াত প্রদান করা হয়েছে। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা বিধবা ও সাধারন ভূমিহীন পরিবারগুলো আশ্রয় পেয়েছে।
প্রকল্পের আওতায় ৪০টি বসত বাড়ী, ১১ টি টিউবওয়েল, ল্যাট্রিন ও একটি মাল্টিপারপাস হলরুম নির্মাণ করা হয়েছে। গুচ্ছগ্রামে বসবাসকারী ভূমিহীন পরিবার গুলোকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করার জন্য পশু পালন, হস্তশিল্প, ভাসমান পদ্ধতিতে শবজী চাষ ও খাঁচায় মৎস্য চাষ, কবুতর পালনসহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:২১ ৪১৪ বার পঠিত