
বুধবার, ৩ মে ২০১৭
‘জঙ্গি’ আইটি প্রধান গ্রেফতার
Home Page » প্রথমপাতা » ‘জঙ্গি’ আইটি প্রধান গ্রেফতারসোমবার রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান আশফাক-উর-রহমান ওরফে অয়নকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট
বঙ্গ-নিউজ: পুলিশ বলছে, তারা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তথ্যপ্রযুক্তি শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে, যিনি ব্লগারদের একাউন্ট হ্যাক করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। পরে ওই ব্লগারদের উপর হামলা করা হতো।সোমবার রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান আশফাক-উর-রহমান ওরফে অয়নকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেপ্তারকৃত অয়ন আরিফ বা অনীক নামেও পরিচিত বলে পুলিশ জানিয়েছে। তিনি পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ বলছে।
বাংলাদেশ সময়: ৭:৪৯:১৩ ৪০৭ বার পঠিত