বুধবার, ৩ মে ২০১৭
হাওরের কৃষকদের বিনামূল্যে বীজ দেয়া হবে:কৃষিমন্ত্রী
Home Page » প্রথমপাতা » হাওরের কৃষকদের বিনামূল্যে বীজ দেয়া হবে:কৃষিমন্ত্রী
বঙ্গ-নিউজ: হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে বিনামূল্যে বীজ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মতিয়া চৌধুরী বলেন, ইতোমধ্যেই কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া হাওর এলাকার মানুষের ক্ষয়ক্ষতি সামলে উঠতে সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
মতিয়া চৌধুরী জানান, হাওর এলাকায় সবজি উৎপাদনের জন্য ভাসমান বেড পদ্ধতি চালু করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আগামী বোরো মৌসুমে আগাম রোপনের জন্য হাইব্রিডসহ অন্য জাতের বীজতলা তৈরি করে চারা বিতরণের উদ্যোগ নেয়া হবে। ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় ব্রি ধান-৪৮ জাতের (আউশ) ১ হাজার ২৫০ কেজি বীজ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৪০:২৪ ৩৮৭ বার পঠিত