মঙ্গলবার, ২ মে ২০১৭
প্রধানমন্ত্রী: কিছু শ্রমিক নেতা বিদেশের ভাড়া খাটেন
Home Page » প্রথমপাতা » প্রধানমন্ত্রী: কিছু শ্রমিক নেতা বিদেশের ভাড়া খাটেন
বঙ্গ-নিউজ: কিছু শ্রমিক নেতা বিদেশের হয়ে ভাড়া খাটেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বিদেশের স্বার্থে কাজ করেন এবং শিল্প কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মে দিবসের এক আয়োজনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু শ্রমিক নেতা কোনো ঘটনা ঘটলেই প্রকাশ্যে আসেন। তারা দেশের খবর না রাখলেও বিদেশে মেসেজ পাঠাতে থাকেন। তারা কি বিদেশের কারো হয়ে ভাড়া খাটেন?’
এ রকম ঘটনার কারণে কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বিপদে পড়বেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এসব করেন তাদের লাভটা কী! তারা বিদেশের হয়ে ভাড়া খাটেন কিনা আমার সন্দেহ হয়। বিদেশিরা তো এখানে এসে খবরদারি করবে।
বাংলাদেশ সময়: ৭:২০:১৪ ৬৬৬ বার পঠিত