সোমবার, ১ মে ২০১৭
সরকারী ছুটি - ওলিউর রহমান রুবেল
Home Page » সাহিত্য » সরকারী ছুটি - ওলিউর রহমান রুবেল
সেদিন তীব্র সংগ্রামের পথে নেমে ছিল শ্রমিক।
বলে ছিলো - ‘মানবো না আর বশ্যতা ‘
বহু রক্তের মাঝে নিল জন্ম,নতুন পাতা।
হ্যাঁ, মাত্র আট ঘন্টা
আর হবে না কুকুরের মতো বাঁচা।
আজ ১লা মে কে স্মরন করে ড্রয়িংরুমে বসে
ছুটির মজলিসে আতর মাখি গায়
আধুনিক তন্ত্রে শ্রমিক তুমি কোথায়!
সব বন্ধ কারখানার জমিতে অদৃশ্য প্রকল্পের
শিলান্যাশ হয়।
শোষক আর শাসকের নিষ্ঠুর চক্রান্তে
আজকের শ্রমিক মিছিলে মিছিলে পার-টাইম খাঁটে
আর রাতে শাসকের টাকায় মূর্খ বেকার চিকেন রোস্ট খাবে
পরের রাজত্বে কোন সত্যবান রাজা হবে সেই আনন্দে।
———————আল্পনা
বাংলাদেশ সময়: ৯:২৬:৩৯ ৪৩২ বার পঠিত