সোমবার, ১ মে ২০১৭
শ্রমিকের গায়ে ঘাম, ঘামে সোঁদা গন্ধ- খালেদ হোসাইন
Home Page » সাহিত্য » শ্রমিকের গায়ে ঘাম, ঘামে সোঁদা গন্ধ- খালেদ হোসাইনশ্রমিকের গায়ে ঘাম
ঘামে সোঁদা গন্ধ
শ্রমিকের রক্তের
নেই স্পন্দন
শ্রমিকের অশ্রু
স্বচ্ছ না-ঘোলাটে
পুড়ে হবে ভস্ম
লেখা আছে ললাটে
ভেঙে পড়া দালানের
নিচে হবে পিষ্ট
করবার কিছু নেই
এটা অদৃষ্ট।
শ্রমিকেরা মরবে না
ওরা হবে নিহত
ধুম করে চলে যাওয়া
এর ভালো কী হতো?
যাকে বলি সভ্যতা
আধুনিক বিশ্ব
শ্রমিক না থাকলেই
হতো অদৃশ্য।
নানাভাবে বঞ্চিত
চিন্তিত নয়
নিহিত জীবনে জানি
শ্রমিকের জয়।
বাংলাদেশ সময়: ৯:১২:৩৮ ৪৬৭ বার পঠিত