সোমবার, ১ মে ২০১৭
রাজধানীতে এসি বিস্ফোরণে চারজন দগ্ধ
Home Page » সারাদেশ » রাজধানীতে এসি বিস্ফোরণে চারজন দগ্ধবঙ্গ-নিউজ ডেস্ক: রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের একটি ডেভেলপমেন্ট কোম্পানীতে রংয়ের কাজ করার সময়ে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এরা হলেন ওই কোম্পানীর মালিক উৎপল চক্রবর্তী (৩৮), রংমিস্ত্রি মোনায়েম হোসেন (৩৮), এবং অফিসের কর্মচারী মো. সোহেল (৩৫) ও আলী রেজা (৩২)। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা জানায়, আজ রবিবার বিকাল সাড়ে পাঁচটার সময়ে এ্যালিফ্যান্ট রোডের ইস্টান মল্লিকা মার্কেটের পিছনে বসতি অ্যালিগ্যান্স নামের একটি ১২ তলা ভবনের নিচ তলায় হোম ইনজয় ডেভেলপমেন্ট কোম্পানীতে রংয়ের কাজ করছিল। তখন ওই কোম্পানীর একটি এসি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে তারা চারজন দগ্ধ হয়। পরে তারা নিজেইরা চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ছয়টার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কামুক্ত।
বাংলাদেশ সময়: ০:০৯:৩২ ৪০২ বার পঠিত