রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
কালীগঞ্জে খোলা আকাশের নিচে পরীক্ষা নিচ্ছে শিক্ষকরা!
Home Page » এক্সক্লুসিভ » কালীগঞ্জে খোলা আকাশের নিচে পরীক্ষা নিচ্ছে শিক্ষকরা!বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়। ২টি ঘরের মধ্যে ১টি ঘড় উড়ে পড়ে এবং অপর ঘরটি শিলাবৃষ্টিতে ঝাড়ঝাড়া হয়। এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে শ্রেণী কক্ষের আসবাব পত্র। ফলে নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে পরীক্ষা গ্রহণ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টির টিনের ঘরটি উড়ে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। ঝড়ের কারণে বিদ্যালয়ের কক্ষে ছাত্রছাত্রীদের বসার উপায় নেই। এদিকে বর্তমানে স্কুলে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছে। তাই নিরুপায় হয়েই খোলা আকাশের নিচেই কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। অতিদ্রুত সময়ের মধ্যে ঘরটি’র মেরামত করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ঐ প্রধান শিক্ষক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তাঁকে পাওয়া যায়নি। কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, খবরটি তিনি মোবাইল ফোনে জানতে পেরেছেন। আগামীকাল রোববার বিদ্যালয়টি পরিদর্শনে আসবেন। বিদ্যালয়টি যাতে অতিদ্রুত মেরামত করা হয় সেজন্য প্রশাসনের নিকট সুপারিশ করা হবে। যাতে করে ছাত্র-ছাত্রীদের আর খোলা আকাশের নিচে পরীক্ষা দিতে না হয়।
বাংলাদেশ সময়: ১৮:১১:০২ ৪৯৩ বার পঠিত