রবিবার, ৩০ এপ্রিল ২০১৭

কিংবদন্তী আবৃত্তিকার কাজী আরিফের জীবনাবসান

Home Page » এক্সক্লুসিভ » কিংবদন্তী আবৃত্তিকার কাজী আরিফের জীবনাবসান
রবিবার, ৩০ এপ্রিল ২০১৭



Image result for আবৃত্তিকার কাজী আরিফবঙ্গ-নিউজঃ বাংলা ভাষার অন্যতম সেরা আবৃত্তিকার কাজী আরিফ আর বেঁচে নেই।  ২৯ এপ্রিল শনিবার নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে চিকিৎসকরা খুলে ফেলেছেন। কয়েক মুহূর্ত আগে মিথুন আহমেদ খবরটি নিশ্চিত করেছেন।
ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ওপেন হার্ট সার্জারির পর তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, আবৃত্তিকার গোপন সাহা সহ অনেকেই শুক্রবার সারারাত হাসপাতালে অবস্থান করেন এবং সকালে কিছুক্ষনের জন্যে বাসায় এসে আবার সেখানে ফিরে যান। কিছু গনমাধ্যম অতি উৎসাহী হয়ে শুক্রবার রাত থেকেই তাঁর মৃত্যু সংবাদ প্রচার শুরু করে। বাংলাদেশ, কানাডা সহ বিশ্বের নানান প্রান্ত দেখে কাজী আরিফের সর্বশেষ খবর জানতে চেয়ে এই প্রতিনিধির কাছে অসংখ ফোন আসতে থাকজানেখানে উল্লেখ করা যেতে পারে, গেলো ২১ এপ্রিল কাজী আরিফ এই প্রতিনিধিকে পাঠানো এক টেক্সট ম্যসেজে জানান ‘আমি এখন হাসপাতালে, ২৫ তারিখ আমার ওপেন হার্ট সার্জারি হবে। মাউন্ট সিনাই হাসপাতালে আছি, দোয়া কোর’।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার হার্টের ভাল্ব অকেজো হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। কিন্তু তার জ্ঞান ফেরেনি। এই খবর শোনার পর হাসপাতালের সামনে ভিড় করেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের সাংস্কৃতি কর্মীরা। ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম এই সংবাদদাতার কাছে ফোন করে তাঁর খোজখবর নেন এবং হাসপাতালে গিয়ে দেখে আসেন। আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০:১২:০৩   ৪৮৯ বার পঠিত