শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনবে সিরিয়া
Home Page » প্রথমপাতা » রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনবে সিরিয়াবঙ্গ-নিউজঃ রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য কেনা হবে বলে জানান তিনি।
ভেনিজুয়েলার চ্যানেল ‘তেলেসুর’কে দেয়া এক সাক্ষাৎকারে বাশার আল-আসাদ জানান, আমেরিকা ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করতেই এই প্রতিরক্ষার ব্যবস্থা কেনা হবে। তার এই সাক্ষাৎকার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
ওই সাক্ষাৎকারে আসাদ বলেন, সেই প্রথম থেকেই ইসরায়েল আরব দেশগুলোর ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই অবস্থার নিরসনেই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা উচিত।
উল্লেখ্য, বাশার আল আসাদ যখন এই কথা বলছিলেন তার একদিন আগেই সিরিয়ার আশ-শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন হামলা ও রাজধানী দামেস্কের কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল বিমান হামলা করেছে।
এদিকে সিরিয়ার আশ-শাইরাত বিমান ঘাঁটিতে হামলা হওয়ার পর পর রাশিয়াও জানিয়েছিলো যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে অতিসত্বর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:২৬:০০ ৪৯০ বার পঠিত