শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দেয়া সেই অপহৃত ব্যবসায়ী মুক্ত
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দেয়া সেই অপহৃত ব্যবসায়ী মুক্তদীর্ঘ ১৭ ঘন্টা পর ১ লাখ ৪৮ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন গত বছর সাড়ে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া মৎস্য ব্যবসায়ী কোরবান। আজ শুক্রবার দুপুর পৌনে ৩টায় সংঘবদ্ধ অপহরণকারীরা তাকে রাজধানীর শনির আখড়ার এক রাস্তায় রেখে যায়।
মুক্ত হয়েই কোরবান আলী সিএনজি করে পল্টন থানায় যান। কোরবান আলী বলেন, ‘গতকাল রাত ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামন থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা ক্লাবের গেটের কাছে গেলে দুইজন ব্যক্তি আমার দুই হাত ধরে ফেলে। তারা আমাকে একটি হলুদ গাড়িতে জোরপূর্বক উঠিয়ে নেয়। তার কিছুক্ষণ পরই এক নারী গাড়িতে ওঠে। ওরা কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেয়।’
তিনি বলেন, ‘তিনতলা বাড়িতে উঠিয়ে নিয়ে বিকাশে টাকা আনানোর জন্য সারারাত ওরা আমার উপর নির্যাতন চালায়। এসময় প্লাস দিয়ে এরা আমার বাম হাতের নখ উঠিয়ে ফেলে। এরপর আজ সকালে কয়েকজন নারীকে দিয়ে আমাকে বিবস্ত্র করে তাদের সঙ্গে ছবি তোলে এবং এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।’
কোরবান আলী বলেন, ‘আমার আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বিকাশে টাকা আনাতে বাধ্য করে তারা। কয়েক ধাপে মোট ১ লাখ ৪৮ হাজার টাকা বিকাশ করে নেয়। এরপর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পৌনে ৩ টার দিকে ওরা আমার পকেটে ৭০ টাকা দিয়ে রাস্তায় নামিয়ে চলে যায়।’
কোরবান আলী জানান, গত বছর তিনি রাজা ইলিশ মাছ উপহার নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে গেলে চারদিন পর সাক্ষাতের সময় দেয়া হয়। কিন্তু আজও তিনি প্রধানমন্ত্রীর দেখা পাননি। সে প্রহর তিনি এখনও গুনছেন যেদিন তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন।
বাংলাদেশ সময়: ১২:০০:০২ ৪১৭ বার পঠিত