প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দেয়া সেই অপহৃত ব্যবসায়ী মুক্ত

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে ইলিশ উপহার দেয়া সেই অপহৃত ব্যবসায়ী মুক্ত
শনিবার, ২৯ এপ্রিল ২০১৭



দীর্ঘ ১৭ ঘন্টা পর ১ লাখ ৪৮ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন গত বছর সাড়ে তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া মৎস্য ব্যবসায়ী কোরবান। আজ শুক্রবার দুপুর পৌনে ৩টায় সংঘবদ্ধ অপহরণকারীরা তাকে রাজধানীর শনির আখড়ার এক রাস্তায় রেখে যায়।

fish businessmen kidnapped from dhaka

মুক্ত হয়েই কোরবান আলী সিএনজি করে পল্টন থানায় যান। কোরবান আলী বলেন, ‘গতকাল রাত ১০ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামন থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা ক্লাবের গেটের কাছে গেলে দুইজন ব্যক্তি আমার দুই হাত ধরে ফেলে। তারা আমাকে একটি হলুদ গাড়িতে জোরপূর্বক উঠিয়ে নেয়। তার কিছুক্ষণ পরই এক নারী গাড়িতে ওঠে। ওরা কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেয়।’

তিনি বলেন, ‘তিনতলা বাড়িতে উঠিয়ে নিয়ে বিকাশে টাকা আনানোর জন্য সারারাত ওরা আমার উপর নির্যাতন চালায়। এসময় প্লাস দিয়ে এরা আমার বাম হাতের নখ উঠিয়ে ফেলে। এরপর আজ সকালে কয়েকজন নারীকে দিয়ে আমাকে বিবস্ত্র করে তাদের সঙ্গে ছবি তোলে এবং এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।’

কোরবান আলী বলেন, ‘আমার আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে বিকাশে টাকা আনাতে বাধ্য করে তারা। কয়েক ধাপে মোট ১ লাখ ৪৮ হাজার টাকা বিকাশ করে নেয়। এরপর কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পৌনে ৩ টার দিকে ওরা আমার পকেটে ৭০ টাকা দিয়ে রাস্তায় নামিয়ে চলে যায়।’

কোরবান আলী জানান, গত বছর তিনি রাজা ইলিশ মাছ উপহার নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে গেলে চারদিন পর সাক্ষাতের সময় দেয়া হয়। কিন্তু আজও তিনি প্রধানমন্ত্রীর দেখা পাননি। সে প্রহর তিনি এখনও গুনছেন যেদিন তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবেন।

বাংলাদেশ সময়: ১২:০০:০২   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ