শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ ছাড়াই স্মার্টকার্ড বিতরণ
Home Page » প্রথমপাতা » আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ ছাড়াই স্মার্টকার্ড বিতরণ
বঙ্গ-নিউজ: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ত্বরান্বিত করতে ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ ব্যবহার করে কার্ড তৈরির প্রক্রিয়া থেকে সরে আসছে নির্বাচন কমিশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড বিতরণ সমাপ্ত করতে নেয়া এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক গোষণা আসতে পারে আগামী সপ্তাহেই।
জানা যায়, চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ গ্রহণের ডিভাইস প্রয়োজনীয় সংখ্যক না থাকায় ও তা কেনার টেন্ডার প্রক্রিয়ায় আইনি জটিলতার কারণে বিতরণ কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলছে। গত বছরের ৩ অক্টোবর থেকে রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাভারেজ এলাকার ৪০ শতাংশের বেশি ভোটারের কাছে তা পৌঁছানো যায়নি।
ঢাকার বিভিন্ন থানার কর্মকর্তারা জানান, একস্থানে মাঠ পর্যায়ে বিতরণ শেষ হলে ডিভাইসগুলো অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি থানা অফিসে এক বা একাধিক ডিভাইস স্থায়ীভাবে দেয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। তাই থানায় গিয়ে কেউ স্মার্টকার্ড সংগ্রহ করতে পারছেন না।
অন্যদিকে চট্রগ্রাম ও রাজশাহীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হলেও সেখানেও ডিভাইস সংকট দেখা গেছে। দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কার্ড বিতরণ করতে গেলে এই সংকট আরো প্রকট হবে বলেই ধারণা করা যায়। চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশের মোট ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড প্রদানের কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘স্মার্টকার্ড বিতরণের জন্য আমরা প্রয়োজনীয় পরিমাণে ডিভাইস সংগ্রহ করতে পারিনি। এর জন্য যে টেন্ডার দেয়া হয়েছিল তা আইনি প্রক্রিয়ায় আটকে আছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চোখের আইরিশ ও আঙুলের ছাপ নেয়া সম্ভব হবে না। তাই কমিশন অনুমোদন দিলেই এই প্রক্রিয়া বাদ দেয়া হবে।’
বাংলাদেশ সময়: ৮:৩৮:৫৫ ৪১৪ বার পঠিত