শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে বিশাল জরিমানা হবে ভারতের
Home Page » ক্রিকেট » চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে বিশাল জরিমানা হবে ভারতেরবঙ্গ-নিউজঃ দল ঘোষণার শেষ তারিখ চলে গেছে তিনদিন আগে। তারপরও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির লভ্যাংশ ভাগাভাগি নিয়ে সৃষ্টি জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। শেষ পর্যন্ত তারা যদি নিজেদের বিতর্কিত অবস্থানে অনড় থাকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, তবে বড় জরিমানাই গুনতে হবে।
ভারত এরই মধ্যে আইসিসিকে নিজেদের প্রতিপক্ষ বানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দল দেয়নি। ভারত চেয়েছিলো, দল না দিয়ে আইসিসিকে আর্থিক লোকশানের শঙ্কায় ফেলতে। যাতে আইসিসি লাভের অংশ ভাগের ক্ষেত্রে ভারতের দাবি মেনে নেয়।
কিন্তু ভারতের এই ‘লালসা’ পূরণ হয়নি। লভ্যাংশ ভাগাভাগির যে নিয়ম আইসিসির সভায় পাশ হয়েছে, তাতে ভারত পাবে ২৯৩ মিলিয়ন ডলার। আর তাদের চাওয়া ছিলো ৫৭০ মিলিয়ন ডলার। আইসিসির সভায় শুধু মাত্র ভারতই প্রস্তাবিত আর্থিক কাঠামোর পক্ষে ছিলো না। বাকি সব পূর্ণ সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে আইসিসির পক্ষে। ফলে আইসিসিতে বড় একটা ধাক্কাই খেয়েছে ভারতীয় বোর্ড।
এই পরিস্থিতিতে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়নি ভারত। সব কিছু মেনে নিয়ে এখন যদি তারা দল দেয়ও, তারপরও নির্ধারিত তারিখ মিসের কারণে আইসিসির বিধান অনুযায়ী শাস্তির মুখে পড়বে তারা। আর যদি দল না দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অনুপস্থিত থাকে, তাহলে চুক্তি অনুসারে, তাদের অংশগ্রহণ না করার ফলে যে ক্ষতি হবে, সেই ক্ষতির পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে তাদের।
এক বছর আগেও আইসিসি ও বিসিসাইয়ের সম্পর্ক ছিলো ভাই- বন্ধুর মতো। কিন্তু বিসিসিআই দিনে দিনে তাদের দাবি- দাওয়ার ধরন অযৌক্তিক করে তুলছিলো। শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান হওয়ার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন এবং বিসিসিআই এবং অন্য সব বোর্ডের মধ্যে আইসিসির অর্থ কিভাবে ভাগ হবে, তা নিয়ে নতুন আর্থিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময়: ১৯:০৮:২০ ৩৬৮ বার পঠিত