বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

শেষ হলো “প্রমিত বাংলাভাষার ব্যবহার” প্রশিক্ষণ

Home Page » ফিচার » শেষ হলো “প্রমিত বাংলাভাষার ব্যবহার” প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭



 

বঙ্গ-নিউজঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ ২৭ এপ্রিল শেষ হলো “সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষকদের পাঠদান প্রক্রিয়ায় প্রমিত বাংলাভাষার ব্যবহার” শীর্ষক (৭ম ব্যাচের) প্রশিক্ষণ। প্রশিক্ষণশেষে আজ দুপুর ২টায় ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন মহাপরিচালক ও কোর্স উপদেষ্টা অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী। অংশগ্রহণকারীদের পক্ষে দুজন প্রশিক্ষক তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাঁদের পাঠদানে বাংলাভাষার যথাযথ ব্যবহারে অত্যন্ত সহায়ক হবে। এর মেয়াদ বৃদ্ধিসহ সকল শিক্ষককে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার জন্য তাঁরা আমাই কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন– কোর্স পরিচালক শেখ মোঃ কাবেদুল ইসলাম, অতিরিক্ত সচিব ও পরিচালক এবং কোর্স সমন্বয়ক ড. মোঃ মহিউদ্দিন, পরিচালক (উপসচিব), আমাই। সঞ্চালনা ও সহকারী কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন ড. মোঃ ইলতেমাস, সহকারী পরিচালক, আমাই।

Image may contain: 5 people, people sitting and indoor

বাংলাদেশ সময়: ২২:৩৪:১২   ৩৭৩ বার পঠিত