বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
চার ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক এলিফ্যান্ট রোড
Home Page » অর্থ ও বানিজ্য » চার ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক এলিফ্যান্ট রোডবঙ্গ-নিউজঃ চার ঘণ্টা পর এলিফ্যান্ট রোডের সামনে থেকে অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টসকর্মীরা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে অবরোধ করছিলেন তারা। পরে মালিকপক্ষের আশ্বাসের পর অবরোধ তুলে নেন গার্মেন্টসকর্মীরা।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দাবি আদায়ের জন্য এলিফ্যান্ট রোডে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এলিফ্যান্ট রোড সংলগ্ন আলিফ হেক্সা গ্রূপ নামের গার্মেন্টস এর সহস্রাধিক শ্রমিক। চার মাসের বকেয়া বেতন-বোনাস, ওভারটাইম টাকা না দিয়েই বিনা নোটিশে গোপনে কারখানার স্থান বদলের অভিযোগে এই বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকেরা।
এ সময় ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রেণ নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান এবং মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলেন। গার্মেন্টস মালিকপক্ষ শ্রমিকদেরকে তাঁদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে দুপুর ২ টা ৪০ মিনিটে তারা এলিফ্যান্ট রোডের অবরোধ তুলে নেন।
আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র সোমা বলেন, ‘অনেকদিন থেকেই এই প্রতিষ্ঠানে কোন কাজ নেই। আমাদের ঠিক সময়ে বেতন দেওয়া হত না, কোনো বোনাসও নাই, ওভারটাইমের টাকা দেয় না। আলিফ টেক্সটাইল লিমিটেডের অন্যান্য তৈরি পোশাক কারখানায় জানুয়ারি মাসে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও হেক্সাতে করা হয়নি বলে দাবি করেন শ্রমিকেরা। আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। মালিকপক্ষ আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।‘
শ্রমিকদের অবরোধ সম্পর্কে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অবরোধের কারণে আশপাশের সড়কগুলোয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।‘
বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৫ ৩২৮ বার পঠিত