বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

এলিফ্যান্ট রোডে শ্রমিকদের সড়ক অবরোধ

Home Page » অর্থ ও বানিজ্য » এলিফ্যান্ট রোডে শ্রমিকদের সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭



garments bangladeshবঙ্গ-নিউজঃ হাজারখানেক গার্মেন্টস শ্রমিক তাদের দাবি আদায়ের জন্য এলিফ্যান্ট রোডে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করছে। আগাম নোটিশ না দিয়ে কারখানা বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তারা ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে।

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের সায়েন্স ল্যাব থেকে বাটা সিগন্যাল পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

জানা যায়, আলিফ হেক্সা গ্রূপ নামের ওই গার্মেন্টস এর মালিকপক্ষ তাদের গার্মেন্টস স্থানান্তর করতে চাইলে শ্রমিকদের সাথে মালিকপক্ষের মতভিন্নতা দেখা দেয়। এরপর বিনা নোটিশে আজকে গার্মেন্টসটি বন্ধ করে দিলে তার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রেণে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান শ্রমিকদের সাথে কথা বলে বিক্ষোভ সামলাবার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষেরও আসার কথা। আশা করি সমস্যা মিটে যাবে।

আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র সোমা বলেন, “আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, আমরা কাজ হারিয়ে পথে বসে গেছি। আমাদের ঠিক সময়ে বেতন দেওয়া হত না, কোনো বোনাসও নাই, ওভারটাইমের টাকা দেয় না। মালিকপক্ষ আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৭   ৩৮০ বার পঠিত