বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
অসুস্থ থাকার কারণে আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
Home Page » প্রথমপাতা » অসুস্থ থাকার কারণে আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া
বঙ্গ-নিউজ: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদার আত্মপক্ষের সমর্থন ও হাজিরার দিন ধার্য করা আছে।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারক পছন্দ না হওয়ায় আবারও বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে আদালত পরিবর্তনে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।
বর্তমান বিচারকের বিরুদ্ধে যুক্তি দেখিয়ে খালেদার আইনজীবী জাকির বলেন, ‘বিচারক কামরুল হোসেন মোল্লা ২০১০-২০১৫ সাল পর্যন্ত দুদকের আইন শাখার পরিচালক ছিলেন। এ মামলার বিষয়ে তিনি বিভিন্ন সময়ে তিনি দুদককে মতামত দিয়েছেন। সুতরাং তার কাছে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন বলে মনে করেন না।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের তিন জুলাই রমনা থানায় এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। মামলাটি তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদা জিয়া এবং তারেক রহমানসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন
বাংলাদেশ সময়: ৯:০১:২০ ২৯৪ বার পঠিত