বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

জনগণ যেন নিগৃহীত না হয়: র‍্যাবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Home Page » জাতীয় » জনগণ যেন নিগৃহীত না হয়: র‍্যাবের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: এলিট ফোর্স হিসেবে পরিচিত র‍্যাব সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যেকোন ধরণের নৈতিক স্খলন একটি বাহিনীর সকল সদস্যের মনোবল ক্ষুন্ন করে। জনগণের সেবক হয়ে একটি বিষয় আপনাদের সবসময় মনে রাখতে হবে, কোনভাবেই যেন তারা নিগৃহীত না হয়।’

prime minister sheikh hasina

বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে র‌্যাব ফোর্সেস’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভুলে যাবেন না, জনগণের টাকায় আমাদের-আপনাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। তাই জনগণের সেবাই আমাদের একমাত্র লক্ষ্য।’

র‌্যাবের অভিযানের সাফল্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘র‍্যাবের সদস্যগণ জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ বহুসংখ্যক জঙ্গি সদস্যকে গ্রেফতার করতে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন।’

তিনি বলেন, ‘সম্প্রতি সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চালিয়ে র‍্যাব দক্ষতা ও সাহসিকতার সঙ্গে বিস্ফোরক মুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পেরেছে।’

২০০৪ সালে অপরাধ ও জঙ্গি দমনের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের র‍্যাব ইউনিট গঠন করা হয়। বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যদের নিয়ে এই বাহিনী গঠিত হয়।

র‍্যাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং স্বাগত বক্তৃতা করেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বেনজির আহমেদ।

বাংলাদেশ সময়: ৮:৫৬:৩৭   ২৫৫ বার পঠিত