বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

ভারত-বাংলাদেশ সীমান্তে ৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ!

Home Page » প্রথমপাতা » ভারত-বাংলাদেশ সীমান্তে ৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ!
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ব্যাপারে এখনও কিছু জানে না বলে জানিয়েছে।

tunnel at bangladesh india border

বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেবী শরণ সিংহ বাহিনীর পক্ষ থেকে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে জানান, উত্তরবঙ্গের চোপরা-ফতেহপুর সীমান্ত চৌকিতে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন তারা।

সুড়ঙ্গটি বিএসএফের চোখ ফাঁকি দিয়ে গরু আনা-নেওয়ার জন্য করা হয়ে থাকতে পারে উল্লেখ করে শরণ সিংহ বলেন, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে মাটির গভীরে এই সুড়ঙ্গ খনন করা হচ্ছিলো।

চা বাগানের মধ্যে এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়ার পর বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।

এদিকে বিজিবি’র সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান জানান, তারা এখনও এ ধরণের সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা জানেন না। বিএসএফ-এর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

বিএসএফ-এর দাবি অনুযায়ী বাংলাদেশ-ভারত সীমান্তে খুঁজে পাওয়া এটি দ্বিতীয় সুড়ঙ্গ। এর আগে বাংলাদেশ সংলগ্ন মেঘালয় সীমান্তের কাছাকাছি আরও একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলো বিএসএফ।

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৭   ৩০৪ বার পঠিত