ভারত-বাংলাদেশ সীমান্তে ৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ!

Home Page » প্রথমপাতা » ভারত-বাংলাদেশ সীমান্তে ৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ!
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ব্যাপারে এখনও কিছু জানে না বলে জানিয়েছে।

tunnel at bangladesh india border

বিএসএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেবী শরণ সিংহ বাহিনীর পক্ষ থেকে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-কে জানান, উত্তরবঙ্গের চোপরা-ফতেহপুর সীমান্ত চৌকিতে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন তারা।

সুড়ঙ্গটি বিএসএফের চোখ ফাঁকি দিয়ে গরু আনা-নেওয়ার জন্য করা হয়ে থাকতে পারে উল্লেখ করে শরণ সিংহ বলেন, রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে কাঁটাতারের নিচ দিয়ে মাটির গভীরে এই সুড়ঙ্গ খনন করা হচ্ছিলো।

চা বাগানের মধ্যে এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়ার পর বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।

এদিকে বিজিবি’র সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান জানান, তারা এখনও এ ধরণের সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা জানেন না। বিএসএফ-এর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

বিএসএফ-এর দাবি অনুযায়ী বাংলাদেশ-ভারত সীমান্তে খুঁজে পাওয়া এটি দ্বিতীয় সুড়ঙ্গ। এর আগে বাংলাদেশ সংলগ্ন মেঘালয় সীমান্তের কাছাকাছি আরও একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলো বিএসএফ।

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৭   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ