বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
প্রধানমন্ত্রী হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন
বঙ্গ-নিউজ: দেশের উত্তরাঞ্চলের হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আগামী ৩০ এপ্রিল সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জের ডিসি শেখ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ ডিসির সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছেন জেলা প্রশাসক। ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সব স্তরের কর্মকর্তা, পুলিশ, রাজনীতিবিদদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
দেশের হাওর অঞ্চলগুলোতে অকালে বন্যা দেখা দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষকরা। বন্যায় বোরো ধানের খেত তলিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফলে ধান না পাকতেই আধা পাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন সবাই। এছাড়া বন্যা কবলিত অঞ্চলে মঙ্গা হানা দেয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এর আগে বাঁধ ভেঙে কোটি কোটি টাকার ফসল তলিয়ে যাওয়ায় হাওরাঞ্চলে কৃষিঋণ আদায় স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৭ ৩৫৩ বার পঠিত