বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

আকস্মিক বন্যায় অসহায় কৃষক

Home Page » জাতীয় » আকস্মিক বন্যায় অসহায় কৃষক
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ দেশের হাওড় অঞ্চলগুলোতে অকালে বন্যা দেখা দেয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় কৃষকরা। বন্যায় বোরো ধানের খেত তলিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ফলে ধান না পাকতেই আধা পাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন সবাই।

flood in northern area

এদিকে নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে কাঁচা-পাকা ধান কেটে ঘরে তোলার আহ্বান জানিয়েছে চাষিদের প্রতি। তবে এমন সঙ্কটময় মুহূর্তে ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিকও পাচ্ছেন না অনেকে। ফলে পুরো ধানই বন্যায় সাবাড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সাধারণত জ্যেষ্ঠ মাসের শেষ দিকে চলনবিলে বন্যার পানি আসে। তবে এবার জলবায়ুর অদ্ভুত খেয়ালে আত্রাই নদ দিয়ে উত্তরের ঢল প্রবাহিত হওয়ায় মরা-আত্রাই, বেশানী, কাটা নদীসহ আরও বেশ কয়েকটি নদী পানিতে টইটুম্বুর হয়ে চারপাশে উপচে পড়েছে।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, নাটোরের সিংড়া ও গুরুদাসপুর এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মোট ৬৪ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই পরিমাণ জমির মধ্যে ঠিক কী পরিমাণ বোরো খেত পানিতে তলিয়ে গেছে তার সঠিক কোনো পরিসংখ্যান তাদের কাছে না থাকলেও অধিকাংশ জমিই যে বন্যার শিকার হয়েছে তা তারা স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছেন।

বর্তমান সঙ্কট থেকে বাঁচার কোনো উপায় দেখতে পাচ্ছেন না স্থানীয় কৃষি কর্মকর্তা ও ভুক্তভোগী কৃষকেরা। তবে তারা বলছেন, আবহাওয়া যদি অনুকূলে থাকে এবং পানি যদি দ্রুত নেমে যায় তাহলে কৃষি জমির তেমন কোনো ক্ষতি হবে না।

বাংলাদেশ সময়: ১১:১৩:২৭   ৪১৯ বার পঠিত