বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে
Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছেবঙ্গ-নিউজঃ বাংলাদেশের মানুষের গড় আয়ু পূর্বের চেয়ে কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে তিনি এ খবর জানান।
মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ২০১৫ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৯ বছর। ২০১৬ সালে তা কিছুটা বেড়ে ৭১ দশমিক ৬ বছরে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটেসটিকস প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিএস প্রতিবছর এই প্রতিবেদনটি প্রকাশ করে থাকে।
এই প্রতিবেদনের বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, দেশে বর্তমানে নারীদের গড় আয়ু ৭২ দশমিক ৯ বছর এবং পুরুষদের ৭০ দশমিক ৩ বছর।
বাংলাদেশ সময়: ১০:০২:৩৩ ৪৩৭ বার পঠিত