বুধবার, ২৬ এপ্রিল ২০১৭

৪ মে এসএসসির ফল প্রকাশ

Home Page » প্রথমপাতা » ৪ মে এসএসসির ফল প্রকাশ
বুধবার, ২৬ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  আগামী ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। গত ২ মার্চ শেষ হয়েছিল এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। সে হিসেবে এবার দুই মাসেই ফল প্রকাশ করা হচ্ছে।

ssc exam hall

আগামী ৪ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব রুহী রহমান।

গত ফেব্রুয়ারির ২ তারিখে শুরু হয়েছিল এসএসসি পরীক্ষা। এরপর এক মাস ধরে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত চলেছে।

এবারে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৫৬ হাজার ৫০১ জন ও এসএসসি ভোকেশনালের (কারিগরি) অধীনে ১ লাখ ৪ হাজার ২১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।

বরাবরের মতো, ৪ মে সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে ওয়েবসাইটে, শিক্ষা প্রতিষ্ঠানে ও মোবাইল এসএমএসের মাধমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা

বাংলাদেশ সময়: ৯:৫৭:১৬   ৪৯৯ বার পঠিত