মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
আকার- নাসরিন খান পাঠান
Home Page » সাহিত্য » আকার- নাসরিন খান পাঠানআমি আমার আকার দিয়ে নয় –
নিঃস্বার্থ নিরাকার মনে ভালবেসেছি
আকারে আকৃষ্ট পুরুষ :
তুমি কখনো মন ছুঁতে চাওনি;
যৌবনে পা রেখে পুরুষ হয়ে ওঠা পর্যন্ত,
আকারের পিছেই ছুটেছো;
একদিন কারো মন ছুঁতে চাইবে
সেই মনের দাম দিতে চাইবে,
আফসোস–
সেদিন প্রকৃতির হিসাব মোতাবেক
অনুভূতিহীন একটি আকার-ই স্পর্শে আসবে!
বাংলাদেশ সময়: ১৩:২৮:১৩ ৪২৮ বার পঠিত